ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘দ্য কিং’স স্পিচ’ দেখে মুগ্ধ রানি এলিজাবেথ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

ব্রিটেনের রাজকাহিনী নিয়ে তৈরি ছবি ‘দ্য কিং’স স্পিচ’। বেশ হাঁকডাক ফেলে দিয়েছে কলিন ফার্থ পরিচালিত এই ‘রাজকীয়’ ছবিটি।

১৯৩০ দশকের রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে এই ছবি। আর এই রাজা ছিলেন বর্তমান রানী এলিজাবেথের বাবা।

নিজের বাবার ওপর তৈরি ছবি দেখে ‘ভীষণ মুগ্ধ’ রানী এলিজাবেথ। বাবার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক দেখে তিনি অনেক আনন্দ পেয়েছেন। ঘরে বসেই তিনি দেখেছিলেন অস্কার মনোনীত এই ছবি। ছবিতে এলিজাবেথেরও একটি চরিত্র আছে। তবে সেটি শিশু এলিজাবেথ। সেদিনের সেই শিশুটির আজ বয়স ৮৪ বছর।

সবকিছু মিলিয়ে তিনি একটু ‘আবেগতাড়িত’ হয়ে আছেন ছবিটি দেখার পর থেকেই। ব্রিটিশ দৈনিক দ্য সান খবরটি ছেপেছে তাদের অনলাইন সংস্করণে।

বাংলাদেশ সময় ০০২৫, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।