ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভারতে মুক্তি পাচ্ছে ‘দি সোশ্যাল নেটওয়ার্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

এবারের অস্কার আসরের সেরা ছবি ও সেরা পরিচালকসহ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দি সোশ্যাল নেটওয়ার্ক’। ২০১০ সালের ১ অক্টোবর আমেরিকায় মুক্তির পর এবার ১১ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ফেইসবুক নিয়ে নির্মিত এ ছবিটি।



ভারতীয়রা শুধু ফেইসবুকে আসক্ত তাই নয়, এ সোশ্যাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও এ উপমহাদেশে সমান জনপ্রিয়। এ কারণেই ‘সনি পিকচার্স’ ছবিটি ভারতে পুনর্মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে।

ছবিটি গত অক্টোবরে মুক্তি পাওয়ার পর ভারতেও ব্যাপক সাড়া ফেলে। আগামী ২৭ ফেব্রুয়ারি অস্কার আসরেও এ ছবিটি সাফল্য অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ছবিটি ‘গোল্ডেন গ্লোব’-এ ‘বেস্ট পিকচার’ ও ‘বেস্ট ডিরেক্টর’সহ চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

বাংলাদেশ সময় ০০১৫, ফেব্রুয়ারি ৮, ২০১১

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।