ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার হাসন রাজা মিঠুন, পিয়ারী বেগম রাইমা

বিনোদন প্রতিবেদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

লালন সাঁইয়ের জীবন-দর্শন নিয়ে নির্মিত ছবি ‘মনের মানুষ’-এর অসামান্য সাফল্যের পর এবার হাসন রাজার জীবন-দর্শন নিয়ে নির্মিত হচ্ছে ছবি। এতে হাসন রাজা চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ।

পিয়ারী বেগম চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনয়শিল্পীদের।

ফকির লালনকে নিয়ে নির্মিত ছবির সাফল্যে অনুপ্রাণিত হয়েই কলকাতার আলোচিত চলচ্চিত্র পরিচালক রুহুল আমিন হাসন রাজাকে নিয়ে ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন। হাসন রাজা চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার কথাবার্তা পাকা হয়েছে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র পিয়ারী বেগমের  ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। সম্প্রতি সামাজিক যোগযোগের ওয়েবসাইট টুইটারে রাইমা সেন নিজেই এই ঘোষণা দিয়েছেন।

 পরিচালক হাসন রাজার স্ত্রী চরিত্রে ভাবছেন বাংলাদেশের অভিনেত্রী মৌসুমীর কথা। হাসন রাজার মা চরিত্রে ববিতা তার প্রথম পছন্দ। এরই মধ্যে দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন পরিচালক। কথাবার্তা চুড়ান্ত করতে তিনি মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময় ১৮২৫, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।