ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১

প্রাঙ্গণেমোর আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলা’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলে আয়োজিত এই নাট্যমেলার নাটকগুলো প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার তিনটি হলে।

উৎসব  শুরু  হবে ১২ ফেব্রুয়ারি শনিবার। এতে ১৫টি নাটকের প্রদর্শনী হবে।

এখানে থাকবে ঢাকার প্রাঙ্গণেমোর, প্রাচ্যনাট, পালাকার, স্বপ্নদল, লোকনাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, বরিশালের শব্দাবলী থিয়েটার, চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক এবং হবিগঞ্জের জীবনসংকেত নাট্যদলের নাটক। মূল মিলনায়তন, পরীণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটারে প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায় ।

এছাড়া ভারতের তিনটি নাট্যদল চারটি নাটক প্রদর্শন করবে। নাট্যমেলায় অংশ নিতে আসছে ভারতের নয়া নাট্যমের নাটক নানা রঙে রবি, ঋত্বিকের ডাকঘর, রঙ্গকর্মীর চারুলিকা ও মানসী।

প্রাঙ্গণেমোর দলের প্রধান অনন্ত হীরা বললেন, ‘আমরা নিয়মিতভাবে রবীন্দ্রনাথের নাটকের চর্চা করছি। এবারের মেলায় ভারতের পশ্চিমবঙ্গের দলগুলোকে আনার জন্য এক বছর আগে থেকেই  যোগাযোগ করতে হয়েছে। পশ্চিমবঙ্গের চারটি নাটকই আমাদের এই মেলার জন্য তৈরি হয়েছে। সব কটি নাটকেরই উদ্বোধনী প্রদর্শনী হবে এই নাট্যমেলায়। ’

নাট্যমেলায় প্রতিদিনের নানা আয়োজনের মধ্যে থাকছে রবীন্দ্রনাটকের পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী, রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাট্যাংশের পরিবেশনা।   উৎসবের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি  থাকবে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথের নাটকের চর্চা-সংকট ও সম্ভাবনা’ বিষয়ের ওপর সেমিনার।

বাংলাদেশ সময় ০০২৫, ফেব্রুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।