ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসা দিবসে তাহসানের ‘প্রত্যাবর্তন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বিশ্ব ভালোবাসা দিবস উপলে জি-সিরিজ ও অগ্নিবীণার বিশেষ অ্যালবাম হিসেবে প্রকাশিত হলো তাহসানের পঞ্চম একক অ্যালবাম ‘প্রত্যাবর্তন’। অ্যালবামের সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন তাহসান নিজে ।

গানগুলোতেও রয়েছে তার নিজের গায়কী ঢং।

গানের কথা লিখেছেন  তাহসান, মিথিলা, আর্থিক সজীব, ফয়সাল রাব্বীকিন ও টি আই অন্তর। এবারের অ্যালবামের অন্যতম বৈশিষ্ট হচ্ছে তাহসানের জীবনসঙ্গী হিসেবে মিথিলা ‘কিছু কথা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন।

এছাড়া পাঁচটি গানে মাইলসের ইকবাল আসিফ জুয়েল ও দুটি গানে গিটার বাজিয়েছেন রাজিব। সঙ্গীত মিশ্রণ করেছেন ইকবাল আসিফ জুয়েল ও জুয়েল মোর্শেদ জ্যু।

মোবাইল প্রতিষ্ঠান ‘রবি’র সহযোগিতায় তাহসানের এককটি বাজারে এসেছে। এর আগে তাহসানের সর্বশেষ  অ্যালবাম প্রকাশিত হয়েছিল ২০০৭-এর  ডিসেম্বরে।

বাংলাদেশ সময় ১৫১৪, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।