ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেবাশীষ-তানিয়ার বিচ্ছেদ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

আড়াই বছর প্রেম করার পর চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং নাট্যাভিনেত্রী তানিয়া হোসেন বিয়ে করেছিলেন গত বছরের ৩০ মার্চ। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল তাদের সংসার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিভোর্সের জন্য তারা আইনি প্রক্রিয়া শুরু করেছেন। দেবাশীষ বিশ্বাস হিন্দু আর তানিয়া হোসেন মুসলমান হওয়ায় তাদের বিয়ে হয়েছে সোশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায়। এ কারণেই কাগজপত্রে তাদের ডিভোর্স হতে সময় লাগছে বেশি।

দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসেন সংসার সাজিয়েছিলেন রাজধানীর পরীবাগের একটি ফ্যাটে। দাম্পত্য কলহের পর সম্প্রতি তানিয়া হোসেন সেই ফ্যাট ছেড়ে পান্থপথে নিজ বাবা-মায়ের বাড়িতে উঠেছেন। কাছের মানুষদের কাছে তানিয়া দেবাশীষ বিশ্বাস সম্পর্কে বিষোদ্গার করছেন, যার মধ্যে অন্যতম হলো তার অনৈতিক নারী সংশ্রব। এ বিষয়ে জানার জন্য তানিয়াকে ফোন দেওয়া হয়, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তানিয়া বর্তমানে এটিএন বাংলার ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘ডেসটিনেশন আনলিমিটেড’-এর শুটিংয়ে ফিলিপাইনে অবস্থান করছেন। তবে পারিবারিক সূত্রটি নিশ্চিত করেছে যে, ডিভোর্সের জন্য তানিয়া আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

এ বিষয়ে জানার জন্য দেবাশীষ বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি পরে সব কথা বলবেন বলে এড়িয়ে যান।

বাংলাদেশ সময় ২০৪০, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।