ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছবি তৈরি করবেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

ছবি তৈরি করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার রেড চিলিন এন্টারন্টেইনমেন্ট-এর ব্যানারে তৈরি হবে এই ছবি।

পরিচালক হিসেবে কাজ করবেন বিশিষ্ট রেডিও জকি, উপস্থাপক ও মঞ্চাভিনেতা রোশন আব্বাস।

দুবাইয়ে একটি অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে আব্বাসের। আব্বাস শাহরুখকে জানান, তিনি একটা চিত্রনাট্য লিখেছেন, এখন ছবি বানানোর জন্য খুঁজছেন প্রযোজক।

আব্বাস বলেন, ‘তরুণদের নিয়ে ছবির কাহিনী। তরুণদের দিয়েই অভিনয় করাব। তবে ছবিটি ভালোভাবে তৈরি করার জন্য ভালো প্রযোজক দরকার। শাহরুখ এই বিষয়ে খুশি মনেই সায় দিয়েছেন। ’

তবে তিনি জানান, শাহরুখের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ভারতে ফিরে।

বাংলাদেশ সময় ০০৪২, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।