ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কমেডি শোতে নামছেন ল্যারি কিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

সিএনএন-খ্যাত ল্যারি কিং এখন আমেরিকার বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াবেন কমেডি শো নিয়ে। এই অনুষ্ঠানগুলোতে তিনি একক অভিনয় করবেন।

এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে শুরু হবে ১৪ এপ্রিল।

৭৭ বছর বয়সী এই বিশ্ববিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব টানা ২৫ বছর সিএনএন-এ একটি টক শোতে প্রধান উপস্থাপকের কাজ করার পর গত ডিসেম্বরে অবসর নেন।

ল্যারির কমেডিগুলো যৌথভাবে প্রযোজনা করবে বেস এন্টারটেইনমেন্ট এবং কার্ল এঙ্গেমান। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যারি তার স্বভাবসুলভ ভঙ্গিমায় বুদ্ধি ও হাস্যরস দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

তারা আরো জানান যে, এই অনুষ্ঠানে দর্শকরা ল্যারিকে প্রশ্নও করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮৩৭, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।