ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পলিনের চরিত্রে জুলিয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

ছবি হচ্ছে আমেরিকার তারকা রাজনীতিবিদ সারাহ পলিনকে নিয়ে। ছবির নাম ‘গেম চেঞ্জ’।

কাহিনী নেওয়া হয়েছে একই শিরোনামের একটি বই থেকে।

বিখ্যাত টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও-র একজন প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়, আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনের ওপর লেখা জন হেইলমান ও মার্ক হালপেরিনের বেস্ট সেলার বইটিকে ভিত্তি করে ছবিটির কাহিনী সাজানো হবে।

উল্লেখ, ২০০৮ সালে আমেরিকার জাতীয় নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন নিয়ে সারাহ পলিন উপ-রাষ্ট্রপতি পদের জন্য ভোটযুদ্ধে নেমেছিলেন।

তবে ছবিটিতে সেই সময়কার আলোচ্য ব্যক্তিবর্গ যেমন বারাক ওবামা ও ম্যাককেইনের নাম ভূমিকায় কারা অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি।

বাংলাদেশ সময় ১৯০০, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।