ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্প্যানিশ অলঙ্কারের সাজে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বিখ্যাত সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে দেখা যাবে স্প্যানিশ অলঙ্কারের সাজে। ‘আমেরিকান আইডল’-এর এই বিচারক স্প্যানিশ ব্র্যান্ড ‘তুস জুয়েলারি’র মডেল হবেন।



‘তুস জুয়েলারি’র প্রধান সালভাদর তুর মনে করেন, লোপেজের এই অংশগ্রহণ তাদের জন্য অনেক গৌরবের হবে।

‘লোপেজ কেবল একজন সুন্দরী নারীই নন, তিনি একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আমাদের এই পারিবারিক ব্যবসায় যেসব পারিবারিক মূল্যবোধ তুলে ধরা হয়, সেগুলো লোপেজও ধারণ করেন। তাই তার অংশগ্রহণ আমাদের জন্য অনেক আনন্দের,’ কথাগুলো সালভাদর বলেন কন্টাক্টমিউজিক.কমকে।

নতুন এই বিজ্ঞাপনে অস্ট্রেলীয় সঙ্গীতশিল্পী কাইলি মিনোগের পরিবর্তে নতুন সাজে দেখা যাবে ৪১ বছর বয়সী জেনিফার লোপেজকে।

বাংলাদেশ সময় ১৪৪২, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।