ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঝরে পড়ছে গাগার মাথার চুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

জগত-কাঁপানো আমেরিকান সঙ্গীতশিল্পী লেডি গাগার মাথার চুল ঝরে পড়ছে। কারণ, অনেক বছর ধরে চুল রাঙাতে গিয়ে তিনি ব্যবহার করে ফেলেছেন অতিরিক্ত রঙ।

ফলে তার চুলের বেশ ক্ষতি হয়ে গেছে।

২৪-বছর বয়সী এই সঙ্গীতপ্রতিভা বেশ নাম করেছেন তার বেশ-ভূষার জন্য। অপ্রচলিত সাজসজ্জা করে তিনি মাঝে মাঝেই হৈচৈ ফেলে দেন গণমাধ্যমে।

‘এখন তাকে চুল ছেঁটে ফেলতে হচ্ছে। কেননা, তার রঙ করা চুল পড়তে শুরু করেছে,’ গাগার কাছাকাছি একটি সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে ব্রিটেনের সান পত্রিকা।

এর আগে গাগা বলেছিলেন যে, প্রতি রাতেই তাকে শরীরের সাজসজ্জা নিয়েই ঘুমাতে যেতে হয়। তিনি বলেন, ‘আমি জানি এটি স্বাস্থ্যের জন্য ভালো না। তবে বেঁচে গেছি আমার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে। ’ তবে এখন ঘটেছে বিপত্তি। তাই ছেঁটে ফেলতে হবে মাথার চুল।

বাংলাদেশ সময় ১৭৪৪, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।