ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বাধীনতা দিবস উপলক্ষে হায়দারের ‘প্রত্যাশা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমী গানের শিল্পী হায়দার হোসেনের একক অ্যালবাম ‘প্রত্যাশা’। স্বাধীনতা, বিজয় আর দেশাত্ববোধের গান নিয়ে এ অ্যালবামটি বেরিয়েছে রেজ রেকর্ডসের ব্যানারে।

  অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয় ২২ মার্চ সোমবার বিকাল ৪ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেলটেকের ব্যাবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রেজ রেকর্ডসের সত্ত্বাধিকারী আদনান করিম। মোড়ক উন্মোচন শেষে শিল্পী ‘প্রত্যাশা’ অ্যালবামটির কয়েকটি গান গেয়ে উপস্থিত দর্শকদের গেয়ে শোনান।

‘প্রত্যাশা’ অ্যালবামটিতে রয়েছে মোট ১১টি গান । অ্যালবামের দেশ নিয়ে ‘একাত্তর’, পরিবেশ নিয়ে ‘বুড়িগঙ্গা’, দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান নিয়ে ‘আমার পণ্য আমার দেশ’, পজিটিভ বাংলাদেশ নিয়ে ‘নবজাগরণ’ প্রভৃতি গান উল্লেখযোগ্য।   বেশির ভাগ গানের কথা লিখেছেন হায়দার হোসেন। ‘বৃষ্টি’ ও ‘পদযুগল’ শিরোনামে গানের কথা লিখেছেন জিয়া আহমেদ শেলী। গানগুলোর সুর করেছেন হায়দার হোসেন নিজেই। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছেন দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি ‘শেলটেক’।

বাংলাদেশ সময় ১৮২০, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।