ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘বিপাশার সঙ্গে’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১

আরটিভিতে  ৫ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের উপস্থাপনায় শিল্প-সংস্কৃতি  ভিত্তিক অনুষ্ঠান ‘বিপাশার সঙ্গে’। অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।



আমাদের দেশীয় ঐতিহ্য ভিত্তিক শিল্প-সংস্কৃতির সঙ্গতি-অসঙ্গতির বিভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরাই ‘বিপাশার সঙ্গে’ অনুষ্ঠানের মুল বিষয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা কথা বলবেন, তারা কোনো-না কোনোভাবে নাটক বা অন্য কোনো শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত। অনুষ্ঠানটিতে আলোচিত ও অনালোচিত টেলি ও মঞ্চ কিছু নাটকের দৃশ্য দেখানো হবে। সেই সঙ্গে থাকবে বিশ্বের আলোচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রশিল্পীদের উপর আলোকপাত।

বিপাশা হায়াতের সঞ্চালন ও পরিকল্পনায় অনুষ্ঠানটির নির্র্বাহী প্রযোজক রবিশঙ্কর মৈত্রী। প্রযোজনায় রয়েছেন কমল সরকার।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে থাকছেন নাট্যকার মামুনুর রশিদ ও অভিনেত্রী তারিন।

বাংলাদেশ সময় ১৯০৫, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।