ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চট্টগ্রামে ‘সময়ের চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

‘সময়ের চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক চিত্রনাট্য রচনা কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনার আসর বসছে বন্দর নগরী চট্টগ্রামে। চট্রগ্রাম ফাইন আর্টস বিডি’র আয়োজনে আগামী ৮ ও ৯ এপ্রিল চট্টগ্রামের শিল্পকলা একাডেমী মিলনায়তনে চিত্রনাট্য রচনা বিষয়ক কর্মশালার এই আয়োজন করা হয়েছে।



‘ভাবনার লিপিচিত্র : চিত্রনাট্য রচনাশৈলী’ শীর্ষক কর্মশালার বিষয় প্রশিক্ষক হিসেবে থাকছেন আলোচিত নির্মাতা নূরুল আলম আতিক। ৯ এপ্রিল বিকাল ৩ টায় ‘স্বাধীনতার চল্লিশ বছরে সিনেমায় আমাদের অর্জন-বিসর্জন : সময়, এক আলেয়ার ফুল’ শীর্ষক চলচ্চিত্র-বিষয়ক মুক্ত আলোচনা এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালাটি সম্পন্ন হবে।

এছাড়া একাডেমী মিলনায়তনে ৮ ও ৯ এপ্রিল প্রতিদিন বিকাল ৫ টা ও ৭ টায় এবং ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান মিলনায়তনে ১টা ৩০ মিনিট ও ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নূরুল আলম আতিক পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ‘ডুবসাঁতার’।

‘ডুবসাঁতার’ ছবিটি নির্মিত হয়েছে সমাজের আর দশটা সাধারণ মেয়ের মতোই রেনু নামের এক সংগ্রামী নারীর জীবনের গল্প নিয়ে। তাঁর পথচলা, স্বপ্নময়তা, বেঁচে থাকার আকাঙ্খা এবং সংবেদনশীলতার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে ৯২ মিনিট দৈর্ঘ্যরে এ ছবিটিতে। পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আরএসআরএম।

বাংলাদেশ সময় ১৬২০, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।