ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হিন্দি শিখছেন সাইফ আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

হিন্দি শিখছেন বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। পরিচালক প্রকাশ ঝ-এর নতুন ’আরাক্ষন’ ছবিতে গ্রামের একজন স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন সাইফ।

তাই শিখতে হচ্ছে শুদ্ধ হিন্দি।

ছবিতে যিনি শিক্ষকের চরিত্রে অভিনয় করবেন তিনিই এখন নিয়মিত ছাত্র হয়ে বসেন হিন্দি ক্লাসে। মেগাস্টার অমিতাভ বচ্চন সাইফকে সবসময় হিন্দিতে কথা বলার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শও মেনে চলছেন তিনি।

সাইফ বলেন, ‘মা শর্মিলা ঠাকুর প্রায়ই আমাকে বলতেন নিজের ভাষা রপ্ত করতে। আমি তেমন গুরুত্ব দিতাম না। এখন বুঝি মা ঠিকই বলেছিলেন। ’

হিন্দির পাশাপাশি সাইফকে নাকি কিছু সংস্কৃতও শিখতে হচ্ছে। কেননা, ছবির চরিত্র অনুযায়ি তাকে মাঝে মাঝে সংস্কৃত শ্লোক বলতে হবে।

বাংলাদেশ সময় ১৮৩৭, এপ্রিল ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।