ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চ্যানেল আইতে বৈশাখী মেলা ১৪১৮

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

পহেলা বৈশাখ ১৪১৮ উপলক্ষে দ্বিতীয়বারের মতো চ্যানেল আই  আয়োজন করেছে বৈশাখী মেলার। চ্যানেল আই’র এই আয়োজনের সাথে এবার যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন রবি।

তেজগাঁওস্থ চ্যানেল আই ভবন চত্বরে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে এই মেলা।

রবি -চ্যানেল আই বৈশাখী মেলা ১৪১৮ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে এই মেলা।

মেলায় থাকবে দেশীয় পণ্যসম্ভারে সজ্জিত দেড় ডজন স্টল। এসব স্টলে থাকছে দেশীয় খাবার, পোশাক এবং দেশীয় সংস্কৃতির প্রদর্শনী । খোলা প্রাঙ্গণের মঞ্চ থেকে পরিবেশিত হবে সঙ্গীত (একক-দলীয়), নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও বৈশাখের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে চিত্রাংকন করবেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। এছাড়া থাকবে ছোটদের চিত্রাংকন পর্ব।

বাংলাদেশ সময় ২০১০, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।