ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওস্তাদ রশীদ খানের সঙ্গীত সন্ধ্যা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

ভারতের ধ্রপদী সঙ্গীতশিল্পী ওস্তাদ রশীদ খান আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। ঢাকা ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগামী ২৯ এপ্রিল সন্ধ্যায় তিনি সঙ্গীত পরিবেশন করবেন।



ওয়েব এন্টারটেইনমেন্টের আয়োজনে ঢাকা ক্লাবের প্রধান লাউঞ্জে অনুষ্ঠিত হবে ওস্তাদ রশীদ খানের একক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে দুই ঘন্টা ভারতীয় ধ্রপদী উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করচেন তিনি। ওস্তাদ রশীদ খানের সঙ্গে তবলা থাকবেনন গোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী ও কন্ঠে কৃষ্ণা বোঙ্গানে। দুইদিন ঢাকায় অবস্থানের পর ৩০ এপ্রিল ওস্তাদ রশীদ খান কলকাতা ফিরে যাবেন।

বাংলাদেশ সময় ১৬২০, এপ্রিল ১৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।