ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এফডিসিকে আলটিমেটাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

নায়ক শাকিব খানকে হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে এফডিসি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার মধ্যে মামলা দায়ের করার আলটিমেটাম দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতি।



এফডিসির অভ্যন্তরে শাকিব খানকে শটগান ঠেকিয়ে হত্যার হুমকির প্রতিবাদে ১৮ এপ্রিল বিকেলে জহির রায়হান কালার ল্যাবে  চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সমিতি ও সংগঠনের সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই সন্ত্রাসী ঘটনার দায়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে এফ ডিসি কর্তৃপক্ষকে মামলা দায়ের করার আহ্বান জানিয়েছে। যদি তা না করা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি আরো কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।

চলচ্চিত্র কর্মীদের সম্মিলিত সভায় উপস্থিত হয়ে শাকিব খান বলেন, যারা আমার উপর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে তারা আসলে কোন সৎ উদ্দেশ্য নিয়ে ছবি নির্মাণ করতে আসেনি। নিজেদের ক্ষমতা জাহির করতে এসেছিলো তারা। আমি তাদের যথাযথ শাস্তি দাবী করছি। শিল্পীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো ছবির শুটিংয়ে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছি।

সভায় শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, এফডিসি একটি সংরক্ষিত এলাকা। এখানে অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা কী করে প্রবেশ করতে পারলো তা তদন্ত করতে হবে। প্রবেশদ্বারে যথাযথভাবে সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হতো তাহলে শাকিবের উপর যে হামলা হয়েছে তা হতো না। আমরা শিল্পী-কলাকুশলীরা আজ নিরাপত্তাহীন এফডিসিতে কাজ করছি।

প্রযোজক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, নিরাপত্তাহীন পরিস্থিতি সেদিন শাকিবকে তারা মেরেও ফেলতে পারতো। সেক্ষেত্রে আমাদের চলচ্চিত্র একটি অস্থিতিশীল বেহাল অবস্থায় পড়ে যেতো। গাজী মাজহারুল আনোয়ার আরও বলেন, খুব শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এফডিসির নিরাপত্তা জোরদার করার দাবী জানিয়ে একটি আবেদন পাঠানো হবে এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।

সভায় পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান বলেন, আমরা শাকিবের উপর সন্ত্রাসী হামলার দ্রুত সুষ্ঠু বিচার দাবী করছি। আর এজন্য সবার আগে প্রয়োজন এফডিসি কর্তৃক মামলা। কারণ ঘটনাটি এফডিসির অভ্যন্তরে ঘটেছে এবং শিল্পী-কলাকুশলীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এফডিসির।

প্রতিবাদ সভায় এফডিসির নিরাপত্তা জোরালো দাবী করে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, আজিজুর রহমান, আমজাদ হোসেন, শওকত জামিল,  মোহাম্মদ হোসেন, প্রযোজক খোরশেদ আলম খসরু অভিনেতা উজ্জ্বল, আহমেদ শরীফ প্রমুখ। উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাহারা, কেয়া, মিশা সওদাগর, ড্যানি সিডাকসহ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী, প্রযোজক ও পরিচালক।

গত ১৬ এপ্রিল বিকালে এফডিসিতে প্রযোজক আবদুল আজিজ ও শীষ মনোয়ারের নের্তৃত্বে সন্ত্রাসী শাকিব খানকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি প্রদান করে। তারই প্রতিবাদদে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র কর্মীদের এই সম্মিলিত সভা।

বাংলাদেশ সময় ১৬৫০, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।