ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিভাসের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

প্রতিভাস মূলত একটি প্রকাশনা সংস্থা। যার কর্ণধার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ’র কন্যা সিমিন হোসেন রিমি।

বিভিন্ন সময়ে প্রতিভাস বিভিন্ন প্রকাশনা অনুষ্ঠান করলেও সম্প্রতি প্রথমবারের মতো কোন শিল্পীর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

প্রতিভাসের আয়োজনে সম্প্রতি ছায়ানট ভবন মিলনায়তনে শিল্পী শরীফ আতিক-উজ-জামান’র একক সঙ্গীতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। হঠাৎ এই ধরনের আয়োজন প্রসঙ্গে সিমিন হোসেন রিমি বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনা অনুষ্ঠান কিংবা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। কিন্তু শরীফ আতিক-উজ-জামান একজন গুণী শিল্পী, ঢাকার শ্রোতাদের তার সঙ্গে পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ।

শিল্পী শরীফ আতিক-উজ-জামান সেদিন সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীত এবং পুরোনো দিনের গান গেয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। তিনি টানা প্রায় আড়াই ঘন্টায় ২৫টি গান পরিবেশন করেন। ঢাকায় প্রথম একক সঙ্গীতানুষ্ঠান সম্পর্কে আতিক-উজ-জামান বলেন, আমি খুলনায় একটি কলেজের সহযোগী অধ্যাপক। এর বাইরে যেটুকু সময় পাই তা লেখালেখি এবং গানের জন্য ব্যয় করার চেষ্টা করি। ঢাকার শ্রোতাদের সামনে গান গেয়ে সত্যিই আমার খুব ভালো লেগেছে।

শিল্পী আতিক-উজ-জামান সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ মনীন্দ্র নাথ এবং ওস্তাদ শুভাশীষ বাগ্চীর কাছে। মূলত তিনি রবীন্দ্র সঙ্গীত শিল্পী। খুলনা বিভাগের রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার তিনি একজন সদস্যও বটে।

বাংলাদেশ সময় ১৮৫০, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।