ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রবি চৌধুরীর সুরে নচিকেতা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

কলকাতার জীবনমুখী গানের প্রবক্তা কণ্ঠশিল্পী নচিকেতা এবার বাংলাদেশের জনপ্রিয় গায়ক রবি চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গান গাইলেন । নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির একটি প্লে-ব্যাকে কণ্ঠ নচিকেতা কণ্ঠ দিয়েছেন।

এটিএন স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নার্গিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির মাধ্যমে রবি চৌধুরী চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিতে নচিকেতার গাওয়া গানটি আধ্যাত্মিক ঘরানার। ‘এক জোড়া চক্ষু দিয়া দেখবি কিরে দুনিয়ায়, আসল নকল চিনতে হলে গোপন একটা চক্ষু থাকা চাই’ শিরোনামের এ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

নচিকেতার গাওয়া গানটি প্রসঙ্গে বাংলানিউজকে রবি চৌধুরী বললেন, গানটির কথা অসাধারণ। আর নচিকেতাও গেয়েছেন বরাবরের মতোই অসাধারণ। রেকর্ডিংয়ের পর মনে হয়েছে, গানটি বুঝি নচিকেতার জন্যই তৈরি। নচিকেতা নিজেও বেশ প্রশংসা করেছেন গানটির কথা আর সুরের।

বাংলাদেশ সময় ১৪২০, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।