ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মার্বেল পাথরের ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

সত্যিকারের নয়, এ হলো ঐশ্বরিয়াই রাই বচ্চনের মূর্তি। তবু মার্বেল পাথরের ঐশ্বরিয়াকে ছুঁয়ে দেখতে উৎসাহের কমতি নেই।

সম্প্রতি বেঙ্গালুরুতে শুরু হওয়া ইন্টারন্যাশানাল গ্রানাইট এন্ড স্টোন ফেয়ারে ঐশ্বরিয়ার মার্বেল পাথরে গড়া একটি মূর্তি প্রদর্শিত হচ্ছে।

ঐশ্বরিয়ার মার্বেল পাথরের মূর্তিটি তৈরি করেছে জয়পুর ফাইন আর্টস একাডেমীর কয়েকজন তরুণ শিক্ষার্থী। তুলনামূলক অনেক কম খরচে এটি তৈরি করা হয়েছে। তরুণ শিক্ষার্থীদের দেয়া তথ্য অনুযায়ী ঐশ্বরিয়ার এই মার্বেল-মূর্তিটি তৈরি করতে ব্যয় হয়েছে ১১ লাখ ভারতীয় রুপি।

ইন্টারন্যাশানাল গ্রানাইট এন্ড স্টোন ফেয়ারের শেষদিন মার্বেল পাথরের ঐশ্বরিয়াকে নিলামে তোলা হবে।

সূত্র : ওয়েব

বাংলাদেশ সময় ১৯১০, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।