ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

ঢাকা: উপ-মহাদেশের কালজয়ী সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণের জন্মশতবর্ষ উপলক্ষে  ২য় বারের মত দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ও ২৯ এপ্রিল।

মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় উৎসবের আয়োজক সংগঠন বহ্নিশিখা।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  বহ্নিশিখার সাধারণ সম্পাদক রুপু খান জানান, বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেওয়া শিল্পী শচীন দেববর্মণ ভারতীয় উপমহাদেশের কোটি কোটি সঙ্গীত ভক্তদের হৃদয়কে সুরের মুর্চ্ছনায় মন্ত্রমুগ্ধ করে তোলেন। রাগ সঙ্গীতের সাথে লোকজ আঙ্গিকের এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে সঙ্গীত পরিবেশনের একটি স্বতন্ত্র ধারা তৈরী করেন শচীন দেববর্মন।

তিনি বলেন, এ মহান শিল্পীর জন্মশতবর্ষ পাচঁ বছর আগে অনেকটা নীরবে নিভৃতেই পার হয়ে গেল। দু’তিনটি সংগঠন অনুষ্ঠান আয়োজন করলেও জাতীয় পর্যায়ে তেমন কোন অনুষ্ঠান আয়োজন করা হয়নি। বিগত বিএনপি-জামাত জোট সরকার ও তত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হলেও সরকার অনুমতি না দেয়ায় তা ব্যর্থ হয়ে যায়।
২০০৯ সালে প্রথমবারের মত শচীন দেববর্মন সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত  আগামী ২৮ ও ২৯ এপ্রিল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে শচীন দেববর্মন সঙ্গীত উৎসব।

উৎসবে ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী গৌতম দাস, দেবজিত বন্দোপাধ্যায়, ঋদ্ধি বন্দোপাধ্যায়, অনুরাধা রায়, প্রানেশ সোম,শিব প্রসাদ ধর, উত্তম কুমার সাহা, রাকেশ কিশোর দেববর্মা, লগ্নজিত সাহা বর্মণ,পঞ্চালী সাহা, বাংলাদেশের সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়,ড.মৃদুল কান্তি চক্রবর্তী, ইফফাত আরা নার্গিস,রুপু খানসহ দু’দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বহ্নি শিখার সভাপতি গোলাম কুদ্দুস, উৎসবের সহায়ক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংকের সিইও শাহ আলম সরওয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

সংবাদ সম্মেলনে শচীন দেববর্মন এর বাড়ি সংরক্ষন করে লোক শিল্প জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানানো হয়। পাশাপাশি বিদেশের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সরকারী অনুমতি নেয়ার দীর্ঘ প্রক্রিয়ার বিধি বাতিল করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।