ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বারবারা আবার বলিউডে

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরি বলিউডের ‘কাইটস’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। সম্প্রতি বলিউডের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

রবি আগারওয়ালার প্রযোজনায় রাজীব জাভেরি পরিচালিত ‘ফিভার’ ছবিতে তাকে দেখা যাবে। এ ছবিতে অভিনয়ের জন্য তিনি নিচ্ছেন দেড় কোটি ভারতীয় রুপি।

‘ফিভার’ ছবির গল্প গড়ে উঠেছে, ভারতে ব্রিটিশ উপনিবেশ স্থাপন ও  ব্রিটেনের মধ্যযুগের সামাজিক প্রেক্ষাপট নিয়ে। ছবিতে বারবারা অভিনয় করবেন ব্রিটেনের একজন ভাষাবিদের চরিত্রে । বারবারার বিপরীতে অভিনয় করবেন ‘সাচ কা সামনা’ খ্যাত ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা রাজীব খান্ডেলওয়ালা।

অভিনেত্রী বারবারা মোরি ‘ফিভার’ ছবিটির স্ক্রিপ্ট দেখে একবাক্যেই রাজি হয়ে যান। নিজের চরিত্রটি বারবারা খুব পছন্দ করেছেন বলে জানান ছবির প্রযোজক রবি আগারওয়ালা । তিনি আরো জানান, এ বছরের জুন-জুলাই মাসে ছবিটির প্রথম অংশের শুটিং করা হবে ইংল্যান্ডের কর্নওয়ালে শহরে।

‘ফিভার’ ছবিতে আরেকজন ভারতীয় নায়িকাকেও দেখা যাবে, যার নাম এখনো প্রকাশ করা হয়নি। রবি আগারওয়ালা আনুষ্ঠানিকভাবে শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৮২০, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।