ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রিন্স উইলিয়ামের রাজকীয় বিয়ে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

ব্রিটিশ রাজ-পরিবারের কারো বিয়ে মানেই দুনিয়া জুড়ে তোলপাড়, জমকালো আয়োজন। ডাচেস অব কর্নওয়াল প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের বিয়ে ২৯ এপ্রিল শুক্রবার।

  চ্যানেল আইয়ের সৌজন্যে এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা বাংলাদেশের মানুষ সরাসরি দেখতে পাবেন।

২৮ বছর বয়সী প্রিন্স উইলিয়াম বিয়ে করতে যাচ্ছেন ২৯ বছর বয়সী কনে কেট মিডলটনকে। উইলিয়ামের সঙ্গে মিডলটনের সম্পর্ক ১০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে। হাজার বছরের পুরোনো স্থাপত্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।   এখানেই অনুষ্ঠিত হয়েছিল প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য।

জমকালো এই বিয়ের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটানা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে টেলিভিশন ও ইন্টারনেটে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করবেন।     

বাংলাদেশ সময় ১৫৪৫, এপ্রিল ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।