ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আজমীর শরীফে প্রিয়াঙ্কা চোপড়া

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ২, ২০১১

বলিউড সেলিব্রিটিদের মধ্যকার ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের। এই সুনামের ধারাবাহিকতায় সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া আজমীর শরীফে শিন্নী বিতরণ করলেন।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘ডন-২’ ও ‘অগ্নিপথ’ (রিমেক) ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ব্যস্ততার মধ্যেই গত ৩০ এপ্রিল শনিবার তিনি আজমীর শরীফ যান। সেখানে তিনি হজরত খাজা মঈনুদ্দীন চিশতি (রঃ) এর মাজারে দাঁড়িয়ে প্রার্থণা করেন এবং দরগায় শিন্নী বিতরণ করেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে উল্লেখ করেছেন, আমি আগ্রা থেকে আজমীরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এসময় আমার এক বন্ধুর আমন্ত্রণে আজমীর শরীফের দরগায় যাই। একজন মহামানবের তীর্থস্থান ঘুরে আসতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।

বাংলাদেশ সময় ১৯২৫, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।