ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হাবিবের অ্যালবামের প্রচ্ছদ নকলের অভিযোগ

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩, ২০১১

এই বৈশাখে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় রিলিজ পেয়েছে জনপ্রিয় মিউজিশিয়ন হাবিবের নতুন অ্যালবাম ‘আহ্বান’। অ্যালবামটির বিভিন্ন গান বর্তমানে বাংলালিংকের গ্রাহকরাই শুধু শুনতে পাচ্ছেন।

শিগগিরই এটি অ্যালবাম আকারে বাজারে আসছে। বর্তমানে অ্যালবামটি কভার বাংলালিংকের ওয়েব সাইটে  দেখা যাচ্ছে।   কভারটি নিয়ে উঠেছে নকলের অভিযোগ।

ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ মিশেলের ‘ওল্ডার’ অ্যালবামের কভার পেজের সঙ্গে হাবিবের ‘আহবান’ অ্যালবামটির কভারের হুবহু মিল রয়েছে । দুটো অ্যালবামের কভার পেজে দেখা যায়, গায়ক দুজনেরই মুখাবয়ব। দুটো কভারেই গায়কের  মুখের বামপাশ কালো পর্দায় ঢাকা আর ডানপাশের চোখের মণি রঙ্গিন ।

ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ মিশেল একাধারে গায়ক, পরিচালক এবং প্রযোজক। ১৯৯৬ সালে তিনি ‘ওল্ডার’ নামে নিজের তৃতীয় একক অ্যালবাম প্রকাশ করেন।   সে সময় অ্যালবামটি বেশ আলোড়ন তুলেছিল।

বাংলাদেশ সময় ১৭১৫, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।