ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভারতে মেটালিকার কনসার্ট

তৌহিদ রনি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ৩, ২০১১

বিশ্বখ্যাত ব্যান্ডদল মেটালিকা ভারত সফরে আসছে । কোটি কোটি ভারতীয় ভক্তদের মন রাঙাতে এ বছরের অক্টোবরেই  ‘এফ রকার্স অ্যাট গ্রেটার নয়দার’ আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন হেভি মেটাল এই ব্যান্ডদলটি।

কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানী নয়াদিল্লিতে।

সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে দলটির ব্যাস গীটারিস্ট রবার্ট তুরজিল্লো বলেন, আমরা দ্রুতই ইন্ডিয়াতে যাচ্ছি। আশা করছি এ বছরের অক্টোবরেই। কনসার্ট নিয়ে ব্যান্ডদল মেটালিকের সদস্যরা বেশ উৎসাহী। দলটির সদস্যদের ধারণা, ভারত সফরে রোমাঞ্চকর কিছু একটা হতে যাচ্ছে।

রবার্ট তুরজিল্লো আরো বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশের সংগীতপ্রিয় কোটি কোটি দর্শক শ্রোতাদের মাঝে পারফর্ম করতে পারব। আমরা সত্যিই সম্মানিত বোধ করছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি জনসমুদ্রের মাঝে নিজেদের ভাসিয়ে দিতে।

দলটির ভোকাল জেমস হেটফিল্ড এ বিষয়ে বলেন, আমরা আসছে সামারে ইউরোপের বিভিন্ন দেশে বেশ কিছু কনসার্ট করব। পাশাপাশি এশিয়ায় স্টেজ পারফর্ম করার ব্যাপারেও আমরা আগ্রহী। এক্ষেত্রে ইন্ডিয়া  হবে আমাদের জন্য অন্যতম বড় প্লাটফর্ম। ’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে জানা যায়, ভারতের স্বনামধন্য ইভেন্ট ফাম ‘এফ রকার্স অ্যাট গ্রেটার নয়দার’ আসন্ন অক্টোবরে এই কনসার্টের আয়োজন করছে। এর আগেও তারা দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে সাফল্যের সঙ্গে বেশ কিছু বড় কনসার্ট আয়োজন করেছিল।

বাংলাদেশ সময় ১৮১০, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।