ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘সুন্দরীদের সঙ্গ পেতে থিয়েটারে’

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১০, ২০১১

হলিউডের এই সময়ের সেনসেশন টোয়ালাইট স্টার রবার্ট প্যাটিনসন থিয়েটারেও অভিনয় করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সুন্দরী মেয়েদের সঙ্গ খুব পছন্দ করি।

সুন্দরীদের সঙ্গ পেতেই আমি থিয়েটারে যোগ দিয়েছিলাম।

হলিউডের ২৪ বছর বয়সী ব্রিটিশ  হার্টথ্রুব নায়ক রবার্ট প্যাটিনসন ‘টোয়ালাইট সাগা’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ছবির নায়িকা ক্রিস্টিন স্টুয়ার্টের সঙ্গে তার বর্তমানে গভীর রোমান্স চলছে।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্যাটিনসন থিয়েটারে অভিনয় প্রসঙ্গে বলেছে, থিয়েটারটি ছিল আমার বাড়ির সঙ্গেই। ছোটবেলা থেকেই দেখতাম, অনেক সুন্দরী মেয়েরা এখানে আসত। আমি ছোট ছিলাম বলে তারা আমাকে খুব আদরও করতাম। তাদের আদর আমিও উপভোগ করতাম এবং তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতাম। স্কুল ফাঁকি দিয়ে আমি থিয়েটারে এসে বসে থাকতাম। সুন্দরীদের সঙ্গ পেতে থিয়েটারে এসে আমি থিয়েটারের প্রেমে পড়ে গেলাম।

থিয়েটারে কাজ করা প্রসঙ্গে টোয়ালাইট স্টার রবার্ট প্যাটিনসন আরো বললেন,আসল কথা হচ্ছে আমি থিয়েটারের কাজ করার পরিবেশটাই অনেক বেশি পছন্দ করতাম এবং এখনো করি। প্রায় ৩ বছর আমি থিয়েটারের ব্যাকস্টেজে কাজ করে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করি। এরপর থিয়েটারে অভিনয় শুরু করি। বর্তমানে লস এঞ্জেলস থিয়েটারের ‘ওয়াটার ফর এলিফ্যান্টস্’-ই প্যাটিনসন অভিনয় করছেন। এটি বেশ সাড়া জাগিয়েছে।

বাংলাদেশ সময় ১৮৫০, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।