ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘নায়ক বনাম খলনায়ক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ১১, ২০১১

চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের সম্মিলিত প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২০ মে শিল্পী সমিতির নির্বাহী কমিটির নির্বাচন।

এই নিয়ে পুরো এফডিসি এখন জমজমাট। সর্বত্রই নির্বাচন নিয়ে কথাবার্তা। এবারের নির্বাচনে শাকিব খান-মিশা সওদাগর এবং মিজু আহমেদ-ড্যানি সিডাক প্যানেল দুটোর মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা। দুটি প্যানেলে একটির নেতৃত্বে আছেন শীর্ষ নায়ক শাকিব খান এবং অন্যটির নের্তৃত্বে রয়েছেন দুর্দান্ত খলনায়ক মিজু আহমেদ। এ নির্বাচনকে অনেকেই তাই মজা করে ‘নায়ক বনাম খলনায়ক’-এর লড়াই বলছেন।


চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৫৬ জন। নির্বাচনকে ঘিরে এফডিসি এখন চেনা-অচেনা শিল্পীদের আনাগোনায় মুখর। সমিতির কার্যালয়ের সামনে চেয়ার-টেবিল পেতে দিনভর প্রচারণা চালাচ্ছেন দুই প্যাানেলের প্রার্থীরাই। প্রতিদিন দুপুরে চলছে মধ্যাহ্নভোজ। চলছে জম্পেশ আড্ডা। কে যে কোন প্যানেলের পক্ষে কাজ করছেন তা অনেকক্ষেত্রেই বুঝে উঠা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনে মিজু-ড্যানি প্যানেল সমিতির নির্বাহী কমিটির ২১ পদেই প্রার্থী দিয়েছে। শাকিব-মিশা প্যানেল থেকে শুরুতে সবপদে প্রার্থী দিলেও সহ-সভাপতি পদ হতে সুচরিতা ও সহ-সাধারণ সম্পাদক হতে শিবা শানু মনোনয়নপত্র প্রত্যাহর করে নেওয়ায় ১৯টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। মিজু আহমেদ পর পর গত চার বছর শিল্পী সমিতির সভাপতি পদে আছেন। অন্যদিকে শাকিব খান এই প্রথম নির্বাচন করছেন এবং প্রথমবারই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। নায়ক বনাম খলনায়কের এই লড়াইয়ে কে বিজয়ী হয়, তা নিয়ে চলচ্চিত্র দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে কৌতুহল। তবে ২০ মের আগে কে বিজয়ী হবেন, তা কিছুই বলা যায় না।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা

শাকিব খান-মিশা সওদাগর প্যানেল
সভাপতি : শাকিব খান, সহ-সভাপতি : মৌসুমী, সাধারণ সম্পাদক : মিশা সওদাগর, সাংগঠনিক সম্পাদক : নাদের খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ফেরদৌস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : ডন, অর্থ সম্পাদক : আমির, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক : লাবু আহমেদ।

নির্বাহী  সদস্য : আহমেদ শরীফ, আলীরাজ, রীনা খান, নিপুণ, আবদুল্লাহ সাকি, ইলিয়াস কোবরা, শিবা শানু, সুরুজ বাঙালি, আজাদ খান, শহীদুল আলম সাচ্চু ও মর্জিনা।

মিজু আহমেদ-ড্যানি সিডাক প্যানেল
সভাপতি : মিজু আহমেদ, সহ-সভাপতি : প্রবীর মিত্র ও আনোয়ারা, সাধারণ সম্পাদক : ড্যানি সিডাক, সহ-সাধারণ সম্পাদক : আরমান, সাংগঠনিক সম্পাদক : সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : আমিন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : আলেক জান্ডার বো, অর্থ সম্পাদক : আতিকুর রহমান চুন্নু, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক : জ্যাকি আলমগীর।

নির্বাহী সদস্য : আদিল, বাপ্পারাজ, রিয়াজ, দিলারা, অরুণা বিশ্বাস, সাত্তার, ফরিদ আলী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কাকন শাহ, নাগমা ও হরবোলা।

স্বতন্ত্র প্রার্থী
নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী : আমির সিরাজী, নূর ইসলাম, সাইফুল ইসলাম, সোহেল খান ও রোকেয়া সুলতানা কেয়া।

বাংলাদেশ সময় ১৯১৫, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।