ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফাও খেতে গিয়ে বিন্দুর কাছে ধরা পড়লেন সজল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১১, ২০১১

ঢাকা শহরে প্রতিদিনই হয় নানারকম পারিবারিক আর সামাজিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকে খানাপিনার বিশেষ আয়োজন।

প্রতিদিন সকালে পত্রিকা খুলে সজল খুঁজে বের করে দেখে কোথায় কার বিয়ে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকীর আয়োজন। তারপর সেই ঠিকানায় পৌছে ভরপেট ফাও খেয়ে আসে। এরকমই এক অনুষ্ঠানে ফাও খেতে গিয়ে বিন্দুর কাছে ধরা পড়ে যান সজল।

এভাবেই সজল ও বিন্দুকে দেখা যাবে ‘ফাও’ নামের একটি নাটকে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেব আলম ও এম রাসেল। টিভি নাটকে এরই মধ্যে জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন সজল ও বিন্দু। এ নাটকে তাদের পাশাপাশি দেখা যাবে মজার দুটি চরিত্রে।

কমেডি ও রোমান্টিক ঘরানার এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, আমাদের চারপাশে এধরণের কিছু মানুষ দেখা যায়। যারা কেবলই ফাও খাওয়ার তালে থাকে। চরিত্রগুলো নেগেটিভ হলেও দারুণ মজার। এমনই একটি চরিত্রে অভিনয় করেছি এ নাটকে।   নাটকটি সম্পর্কে বিন্দু বললেন, নাটকের কাহিনী চমৎকার। ভিন্নধর্মী গল্পের এ নাটকে আমার চরিত্রটিও মজার। কাজটি করে আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

বৈঠা প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত ‘ফাও’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আহছানুল হক মিনু, সাব্বির প্রমূখ।

বাংলাদেশ সময় ২০৪১, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।