ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সত্যজিৎ রায়ের ৭টি চলচ্চিত্রের প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১২, ২০১১

চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশন ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনী।



প্রতিদিন বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায়  প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত মোট ৭টি চলচ্চিত্র । চলচ্চিত্রগুলো দেখানো হবে ডিভিডি ফরম্যাটে।

প্রতিদিন বিকেল ৩টায় যে চলচ্চিত্রগুলো দেখানো হবে সেগুলো হলো ‘ঘর-বাড়ি, ‘জলসা ঘর’ ও ‘চারুলতা’। সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘অরণ্যের দিনরাত্রি’, ‘পথের পাঁচালী’, ‘জনঅরণ্য’ ও ‘হীরক রাজার দেশে`।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। শান্তি নিকেতনে পড়াশোনা শেষ করার আগেই ১৯৪৩ সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। বরেণ্য এ চলচ্চিত্রকার ১৯৯২ সালের ২৩ এপ্রিল মারা যান।

বাংলাদেশ সময় ২০৩০, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।