ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলাদেশের দেশটিভির আয়োজনে ‘কে হতে চায় কোটপতি’-এর কার্যক্রম শুরু হতে না হতেই কলকাতাতেও উদ্যোগ নেয়া হয়েছে একই ইভেন্টের । ‘হু ওয়ান্ট টু বি এ মিলিনিয়ার’ বা ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর কলকাতার সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘কে হবে বাংলার কোটিপতি’।

মহুয়া বাংলা চ্যানেলের আয়োজনে এ অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন সৌরভ গাঙ্গুলী।

‘কে হবে বাংলার কোটিপতি‘ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে উপস্থাপনার জন্য প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু জি-বাংলা চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংল ড্যান্স’ নিয়ে ব্যস্ত থাকায় মিঠুনের পক্ষে এ আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় নি। পরে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নায়ক প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করেন প্রযোজকরা। কিন্তু ঝুঁকি নিতে রাজি হন নি প্রসেনজিত। তিনি প্রযোজকদের জানিয়ে দেন, অমিতাভ বচ্চন যেভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করে থাকেন সেটা তার পক্ষে সম্ভব নয়। শেষপর্যন্ত সৌরভ গাঙ্গুলীকেই এই রিয়েলিটি শোর উপস্থাপক হিসেবে চুড়ান্ত করা হয়। আইপিএল শেষ হলেই কলকাতার দাদা শুটিংয়ে অংশ নিবেন বলে মহুয়া চ্যানেল সূত্রে জানা গেছে। বর্তমানে ‘কে হবে বাংলার কোটিপতি’-এর  অডিশন কার্যক্রম রয়েছে শেষপর্যায়ে।

এদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর পঞ্চম সংস্করণ শুরু হওয়ার আগেই একই ফরমেটে প্রচার শুরু হয়ে গেছে অনুষ্ঠানটির ভোজপুরী সংস্করণ। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও হালের রাজনীতিবীদ শত্রুঘ সিনহা রয়েছেন ভোজপুরী সংস্করণের উপস্থাপনার দায়িত্বে। বাংলাদেশে দেশ টিভির আয়োজনে ‘কে হতে চায় কোটিপতি’-এর উপস্থাপনায় দেখা যাবে বিশিষ্ট শিল্পপতি ও জনপ্রিয় উপস্থাপক আনিসুল হককে।

বাংলাদেশ সময় ১৮২০, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।