ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার ছোটপর্দায় ‘মনের মানুষ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ১৫, ২০১১

ফকির লালন শাহের জীবন ও দর্শন নিয়ে বহুল আলোচিত ছবি ‘মনের মানুষ’। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ পরিচালিত এই ছবিটি এবার আসছে ছোটপর্দায়।

ছবিটি দেখানো হবে চ্যানেল আইতে আগামী ২০ মে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে।

‘মনের মানুষ’ ছবিটি প্রায় ৫ মাস ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি জায়গায় ছবিটি প্রশংসিত হয়েছে। মুক্তির আগেই এটিগোয়ায় অনুষ্ঠিত ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যাল অব ইন্ডিয়াতে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে ছবিটি।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম, আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের রোজভ্যালী ফিল্মস। ছবিটি নিবেদন করেছে বাংলালিংক। এ ছবির চিত্রনাট্য, চিত্রগ্রহন, সঙ্গীত পরিচালনা, সম্পাদনাও করেছেন গৌতম ঘোষ।

ছবিটিতে ফকির লালনের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়  প্রসেনজিৎ। এতে আরো অভিনয় করেছেন পাওলি ধাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ।

আগামী ২০ মে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রদর্শনের মধ্য দিয়ে ছোটপর্দায় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ সময় ১৯১০, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।