ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘চলচ্চিত্রের চেয়ে আলোকচিত্রেই বেশি আনন্দ পাই’

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১১

তিনি যখন ছবি তোলেন তখন যা ইচ্ছে হয় তাই তোলেন। কিন্তু যখন ছবি বানান তখন তা আর হয়ে ওঠে না।

মাথায় রাখতে হয় দর্শকদের কথা। তাই চলচ্চিত্রের চেয়ে আলোকচিত্রেই বেশি আনন্দ পান জগতখ্যাত ইরানি চিত্রপরিচালক আব্বাস কিয়ারোস্তামি।

কিয়ারোস্তামি তার নিজের তোলা ছবিগুলো নিয়ে আয়োজিত ‘দ্য ওয়ালস’ প্রদর্শনীর উদ্বোধনকালে সংবাদমাধ্যম আইএসএনএ-র কাছে সম্প্রতি এমন মন্তব্য করেন। ইরানের রাজধানী তেহরানের ‘টেন গ্যারারি’-তে চলছে এই প্রদর্শনী। এটি চলবে ২৭ মে পর্যন্ত।

নিজের তোলা ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কিয়ারোস্তামি আরো বলেন, ‘আমার বানানো ছবিগুলোর চেয়ে আমার তোলা ছবিগুলো আমার মেজাজ-মর্জির খুব ঘনিষ্ঠ। একটি ছবি বানানোর কাজ হয়ে গেলে আমি ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে যাই। এতে আমি বেশ প্রশান্তি বোধ করি। আবার নতুন কাজের উদ্দোম ফিরে পাই। ’

চিত্রজগতে কিয়ারোস্তামি খ্যাতি পেয়েছেন দর্শকদের কিছু ক্লসিক ছবি উপহার দেওয়ার দরুণ। তার দর্শক-নন্দিত ছবির তালিকায় রয়েছে ‘টেস্ট অব চেরি’, ‘টেন’, ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’ ও ‘সার্টিফাইড কপি’।

‘যখন আমি ছবি বানাই, তখন মনের ভেতর একধরণের দায়বোধ অনুভব করি। দর্শকদের কথা ভাবতে হয়। আমি তখন আর একা থাকি না। অনেক বিষয়ের সঙ্গে জড়িয়ে যেতে হয়। কিন্তু যখন ছবি তুলি, তখন আমি শুধুই আমার। তাই স্বাভাবিকভাবেই ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দবোধ করি। ’

চলচ্চিত্রের চেয়ে আলোকচিত্রে কিয়ারোস্তামি যেন আরো বেশি প্রতীকি, আরো বেশি ধোঁয়াশাচ্ছন্ন। আলোকচিত্রে তিনি নির্ভার তাকিয়ে থাকেন আরো দূর দিগন্তের দিকে। যা তার একান্ত নিজস্ব।

বাংলাদেশ সময় ১৮০২, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।