ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

২৩ মে থেকে অডিশন শুরু

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১১

পৃথিবী জুড়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘হু ওয়ান্টাস টু বি মিলিনিয়ার’-এর বাংলা সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’। ১১০টি দেশের মানুষকে মাতিয়ে দিয়ে এবার দেশ টিভির আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’।

এই রিয়েলিটি শোর প্রথম পর্বের রেজিষ্ট্রেশন রাউন্ড শেষ হচ্ছে ১৭ মে মধ্যরাতে। আগামী ২৩ মে থেকে দেশের ৫টি জোনে শুরু হচ্ছে অডিশন রাউন্ড।

‘কে হতে চায় কোটিপতি’-এর প্রথম রাউন্ডে শুধুমাত্র রবি মোবাইল থেকে ৭৭৭৭ নম্বরে ডায়েল করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রাথমিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করছেন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা। রেজিষ্ট্রেশন করা লক্ষাধিক আগ্রহী প্রতিযোগীর মধ্য থেকে কম্পিউটারের স্বয়ংক্রিয় বাছাই প্রক্রিয়া রেন্ডোমাইজারের মাধ্যমে প্রাথমিক অডিশন রাউন্ডে ডাক পাবেন দেশের ৫টি জোন থেকে বড়জোর পাঁচ হাজার প্রতিযোগী। এরপর কয়েক ধাপে চলবে বাছাই প্রক্রিয়া এবং গ্রুমিং। জানা গেছে, উপস্থাপক আনিসুল হকের মুখোমুখি হটসিটে বসার জন্য মেধার ভিত্তিতে তৈরি করা হবে মাত্র ৫০ জনের একটি তালিকা। এই তালিকা থেকেই পর্যায়ক্রমে প্রতিযোগীরা সূযোগ পাবেন ‘কোটিপতি’ হওয়ার।

দেশ টেলিভিশন সূত্রে জানা গেছে, সারাদেশকে ৫টি জোনে ভাগ করে আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’-এর প্রাথমিক অডিশন। এইদিন অডিশন হবে রাজশাহী ও সিলেট অঞ্চলে। ২৫ মে অডিশন হবে খুলনা ও চট্রগ্রামে। ঢাকায় অডিশন অনুষ্ঠিত হবে ২৭ মে। অডিশনের ভেন্যু জানিয়ে দেওয়া হবে দেশ টিভিতে। কম্পিউটার রেন্ডোমাইজারের মাধ্যমে প্রার্থী বাছাই শুরু হচ্ছে ১৮ মে থেকে। সৌভাগ্যবান প্রার্থী পাবেন রবি কর্মীদের কল।  তারাই প্রার্থীকে জানিয়ে দেবেন অডিশনের সময়সূচিসহ অন্যান্য তথ্য।

যারা এবারের প্রথম রাউন্ডে রেজিষ্টেশন করতে পারেন নি, তাদেরও আশাহত হওয়ার কোনো কারণ নেই। ‘কোটিপতি’ হওয়ার সূযোগ আবারও রবি মোবাইল ফোনের গ্রাহকদের সামনে আসছে ২৯ জুন থেকে। এইদিন থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের রেজিষ্টেশন রাউন্ড।

বাংলাদেশ সময় ২০১০, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।