ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাপানের সাহায‌্যে নাওমি ক্যাম্পবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৮, ২০১১

ফ্রান্সের ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব শুধু চলচ্চিত্রের মধ্যেই সীমিত থাকে না। উৎসবকে ঘিরে থাকে নানরকম বর্ণ্যাঢ্য আয়োজন আর তাতে অংশ নিয়ে থাকেন বিশ্বসেরা তারকারা।

৬৪তম কান উৎসবে গত ১৬ মে সোমবার অনুষ্ঠিত হয় ‘ফ্যাশন ফর রিলিফ’। এই চ্যারিটি ফ্যাশন শোর প্রধান আকর্ষণ ছিলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল।

‘ফ্যাশন ফর রিলিফ’-এর র‌্যাম্পে নওমি ক্যাম্পবেলের জমকালো পারফর্মেন্স মুগ্ধ করে দর্শকদের। নাওমি ছাড়াও এতে অংশ নিয়েছেন বিশ্বের তারকা র‌্যাম্প মডেলরা। তবে `কালো মেয়ে` নাওমির দ্যুতির কাছে অন্যরা ছিলেন ম্লান। এই ফ্যাশন শো থেকে অর্জিত অথের্র পুরোটাই জাপানের সাম্প্রতিককালের ভূমিকম্প ও সুনামি দুর্গতদের সহায়তার জন্য রেডক্রসকে প্রদান করা হয়েছে। আর এজন‌্যই এই আয়োজনের নামকরণ হয়েছে ‘ফ্যাশন ফর রিলিফ’।

বাংলাদেশ সময় ১৮৫০, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।