ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মঞ্চে মোমেনা চৌধুরীর একক অভিনয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১৮, ২০১১

ঢাকার মঞ্চের দক্ষ অভিনেত্রী মোমেনা চৌধুরী। গত একুশ বছর ধরে আরণ্যক নাট্যসম্প্রদায়ের হয়ে বহু মঞ্চসফল নাটকে অভিনয় করেছেন।

এবার রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’-এর প্রযোজনায় ‘লাল জমিন’ নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। নাটকটির উদ্বোধনী প্রদশণী অনুষ্ঠিত হবে ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে। ২০ মে শুক্রবার সন্ধ্যা সাতটায়  শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির আরেকটি প্রদর্শনী।

পেশাদার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতি বছর যাত্রা শুরু করেছে রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’। এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা মোমেনা চৌধুরী। ‘শুন্যন’-এর প্রথম প্রযোজন ‘লাল জমিন’ মঞ্চে আসছে তার একক অভিনয়ে। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

‘লাল জমিন’ নাটকটি সম্পর্কে মোমেনা চৌধুরী বলেন, ১৩ ডিঙ্গিয়ে ১৪ বছরের ছুঁই ছুঁই কিশোরী কন্যার গল্প লাল জমিন। মহান মুক্তিযুদ্ধে নানান বয়সের মানুষ নানাভাবে মুক্তিযুদ্ধ করেছেন। কেউবো যুদ্ধের মধ্যদিয়ে শহীদ হয়েছেন। আর  যারা আজও সেই গৌরব নিয়ে বেঁচে আছেন তারা কেমন আছেন। ১৪ বছরের কিশোরীর ধবধবে জমিন নয়মাসে কি করে একটি লাল জমিন হয়ে উঠে তারই প্রামাণ্য কাহিনী লাল জমিন।   শুধু মুক্তিযুদ্ধ নয়,  তার পর আরও কয়েকটি দশক। সেই কিশোরীর মনে জেগেছে আজ নতুন কিছু প্রশ্ন। লাল জমিন এমনই কিছু প্রশ্নর উৎসভূমি।

নাটকটির সঙ্গীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রমিজ রাজু। কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রমিজ ও নীলা। লাইটে কাজ করেছেন জয়, আতিক ও মির্জা শাকিব। কস্টিউম ডিজাইন করেছেন ওয়াহিদা মল্লিক জলি। সেট নির্মাণ করেছেন জুয়েল, সানী ও আসাদ।

বাংলাদেশ সময় ২০১৫, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।