ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিন্দু ও আরেফিন শুভর ‘ভালোবাসা অনুষঙ্গ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১১

টিভিনাটকের এই সময়ের জনপ্রিয় জুটি আরেফিন শুভ ও বিন্দু। এই জুটির অভিনয়ে একক নাটক ‘ভালবাসার অনুষঙ্গ’।

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী, পরিচালনায় রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকটি প্রচারিত হবে ২২ মে রবিবার রাত নয়টায় এনটিভিতে।

রাহুল ও মজিদ, দুই বন্ধুর গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। দুই বন্ধু কলেজ জীবন থেকেই এক সঙ্গে বসবাস করছে। ভালোবাসা দিয়েই রাহুল বিশ্বজয় করতে চায়। মজিদ রাহুলের এ কথা মানতে চায় না। মজিদ বিশ্বাস করে টাকা ছাড়া জীবনে ভালোবাসাও পানসে হয়ে যায়। কিন্তু রাহুল এ কথা বিশ্বাস করে না। টাকা বড় না ভালোবাসা বড় এ নিয়ে মজিদ ও রাহুল একটা বাজি ধরে। এগিয়ে যায় নাটকের কাহিনী।

‘ভালবাসার অনুষঙ্গ’ নাটকটিতে বিন্দু ও আরেফিন শুভসহ অভিনয় করেছেন তানিশা, শাহাদাৎ হোসেন, আকাশ প্রমুখ।

বাংলাদেশ সময় ২০২৫, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।