ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

১৪টি পদে বিজয়ী শাকিব-মিশা প্যানেল

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহী কমিটির নির্বাচনের আন-অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে বিজয়ী হয়েছেন শাকিব-মিশা প্যানেলের প্রার্থীরা।

অপরদিকে প্রতিদ্বন্দ্বী মিজু-ড্যানি প্যানেল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একটিসহ ৭টি পদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

আন-অফিশিয়ালি প্রকাশিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৫২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিব খান, তার প্রতিদ্বন্দ্বী মিজু আহমেদ পেয়েছেন ১৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ড্যানি সিডাক পেয়েছেন ২০১ ভোট।

শাকিব-মিশা প্যানেল থেকে অন্য পদে নির্বাচিত হয়েছেন- সহসভাপতি মৌসুমী, সাংগঠনিক সম্পাদক নাদের খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফেরদৌস। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ শরীফ, আলীরাজ, আজাদ খান, শিবা শানু, ইলিয়াস কোবরা, শহিদুল আলম সাচ্চু ও মর্জিনা।

মিজু-ড্যানি প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আনোয়ারা, সহ-সাধারণ সম্পাদক আরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ  আতিকুর রহমান চুন্নু। এছাড়া নিবার্হী সদস্য হিসেবে রিয়াজ, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ ও আমির সিরাজী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচনে প্রায় সাড়ে চারশ ভোটার ভোট দেন। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। এই দিন দিবাগত রাত দুইটায় এই আন-অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ‘শাকিব খান... শাকিব খান...’ শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে এফডিসি। তাৎক্ষণিকভাবে শাকিব খান এসে কর্মী-সমর্থকদের মিছিল-শ্লোগান থেকে বিরত থাকার অনুরোধ জানালে পরিস্থিতি শান্ত হয়।

শিল্পী সমিতির নির্বাচন কমিশন অফিশিয়ালি ২১ মে শনিবার দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।

বাংলাদেশ সময় : ০৩১৮ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।