ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নজরুল জন্মজয়ন্তীর নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মে ২৪, ২০১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী ২৫ মে বুধবার। সরকারীভাবে জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কবির স্মতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

এছাড়া জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে কবির স্মতিবিজড়িত বিভিন্ন স্থানে কবির জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্র সরোবরে থাকছে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। শুরু হবে বেলা ৩টা থেকে। ছায়ানট সংস্কৃতি ভবনে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। এতে নজরুল সঙ্গীত পরিবেশন করবে ছায়ানটের শিল্পীর।

কবি কাজী নজরুলের জন্মজয়ন্তীতে মঞ্চায়িত হতে যাচ্ছে তার কালজয়ী সৃষ্টি আলেয়া গীতিনাট্য অবলম্বনে নাটক `দ্রোহ প্রেম নারী`।  ২৫ মে বাংলা আইটিআই আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণে মোর-এর এই প্রযোজনাটি।

এছাড়াও ঢাকায় বিভিন্ন সংগঠন নজরুলজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে । এর মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠন। শিল্পকলা একাডেমীতে পালিত হবে দুই দিনের কর্মসূচি। কর্মসূচি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বিশ্ব কবিতাকণ্ঠ, বিশ্ব বাঙালি সম্মেলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠান।

 

চলতি বছর জাতীয় কবির ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ২৪ ও ২৫ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নজরুল সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময় ২১৩০, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।