ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এটিএনবাংলার নাটক : এক মেলা দুই পকেট

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১১

এটিএন বাংলা চ্যানেলে ২৬মে বৃহস্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে লাক্স এসপ্তাহের নাটক ‘এক মেলা দুই পকেট’। সাইফুল বারীর কাহিনী অবলম্বনে নাটকটি চিত্রনাট্য রচনা করেছেন ওমর ফারুক, পরিচালনায় রয়েছেন শাহাদাৎ আলম ভুবন।



এতে দেখা যাবে জামিলা আর কামিলা গ্রাম থেকে বগুড়া শহরে এসেছে। ভাগ্যের নির্মম পরিহাসে তারা পকেটমার হয়ে উঠে । তবে অন্য পকেটমারের চাইতে তারা কিছুটা ব্যতিক্রম। সবার পকেটে হাত দেয় না। বগুড়ায় একটি ক্লাবের উদ্যেগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সে মেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মুকিম আহমেদকে। তিনি সেই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যান। মেলার ভীড়ের মাঝে জামিলা ও কামিলা মুকিম আহমেদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। নাটকীয়ভাবে এগিয়ে যায় কাহিনী

‘এক মেলা দুই পকেট’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, সায়েম, হোমায়রা হিমু, তাজিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময় ২০৩০, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।