ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফোবানা সম্মেলনে অংশ নিচ্ছেন এন্ড্রু কিশোর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ৪, ২০১১

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এবারের ফোবানা সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। এই সম্মেলনের প্রায় একমাস বাকি থাকেলও  তিনি ৩ জুন শুক্রবার রাতেই আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন।

ফোবানা সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি আমেরিকায় প্রায় ডজন খানেক স্টেজ শোতে অংশ নিবেন।

এন্ড্রু কিশোর এর আগে বেশ কয়েকবার আমেরিকা সফরে গেলেও এবারের সফর আলাদা। কারণ এবারই প্রথম তিনি ফোবানা সম্মেলেনে যোগ দিচ্ছেন। পাশাপাশি সেখানে এক মাসেরও বেশি সময় ধরে প্রবাসী বাঙালীদের আয়োজনে বিভিন্ন একডজন স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন, ফ্লোরিডা, মিশিগানসহ কয়েকটি শহরে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানগুলো আয়োজনে রয়েছে সেখানকার আয়োজক প্রতিষ্ঠান ‘দেশী মিউজিক’।

আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে  এন্ড্রু কিশোর বাংলানিউজকে বলেন, লম্বা সময় নিয়ে এবারই প্রথম আমেরিকায় গান করতে যাচ্ছি। প্রবাসী বাঙালীদের সামনে গান করাটা বেশ উপভোগ্য। তাছাড়া ফোবানা কনভেনশনে যোগ দেওয়াটাও আমার জন্য আনন্দের

এন্ড্রু কিশোর আরও জানান, আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই ওয়াশিংটনে আলোচিত এই ফোবানা সম্মেলন  অনুষ্ঠিত হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ১৯৩৫, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।