ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ৪, ২০১১

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃত বাদল রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ১১ জুন। এ উপলক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ  অব বাংলাদেশ (এফএফবি) আয়োজন করেছে আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের।



বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত বাদল রহমান গতবছর ১১ জুন প্রয়াত হন। বাদল রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ  অব বাংলাদেশ (এফএফবি)। বাদল রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হয়েছে ‘বাদল রহমান : সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ২০৪৫, জুন ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।