ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভাড়াটে খুনী মাহফুজ আহমেদ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ৮, ২০১১

জনপ্রিয় দুই চরিত্র ‘নূরুল হুদা’ ও ‘চৈতা পাগল’-এর পর মাহফুজ আহমেদ দর্শকদের সামনে আসছেন ভাড়াটে খুনীর চরিত্রে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘রূপকথা’-এর প্রধান চরিত্রে ভাড়াটে খুনির ভূমিকায় দেখা যাবে মাহফুজ আহমেদকে।

আগামী ১৬ জুন থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে এনটিভিতে।

রূপকথা নামের একট মেয়েকে ঘিরে গড়ে উঠেছে নাটকের গল্প। মফস্বলের একটি কলেজে  অনার্সে পড়ে সে। পাশাপাশি কপোতাক্ষ থিয়েটারের সঙ্গে যুক্ত। তাদের থিয়েটার যে স্থানে আছে সেটা মূলত একটি পতিত জায়গা। এই জায়গা দখল করার জন্য গ্রামের খলিল সর্দার ভাড়াটে খুনি বিকাশকে জেল থেকে ছাড়িয়ে আনে। সে এসে সন্ত্রাস করে থিয়েটার বন্ধ করে দেয়। কিন্তুথিয়েটারের জায়গা ফেরত পাওয়ার জন্য রূপকথা বিকাশ ও খলিলের নামে মামলা করে। এক পর্যায়ে বিকাশ আবিষ্কার করে খলিল সর্দারই তাকে জেলে পাঠিয়েছিল।

নাটকটি প্রসঙ্গে পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩০ পর্বের শুটিং করেছি। রাজশাহীতে টানা ১৬ দিন কাজ করেছি আমরা। মাহফুজ আহমেদ আমাদের যথেষ্ট সময় দিয়েছেন। এত ছাড় সহজে কোনো অভিনেতা একটানা দীর্ঘসময় দিতে চান না।

ধারাবাহিকটির প্রথম ৩০ পর্বে রূপকথা চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। ঢাকায় এসে যখন তার কর্মজীবন শুরু হবে তখন অন্য একজন এ চরিত্রে কাজ করবেন। এতে আরও আছেন সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, অবিদ রেহান প্রমুখ। ধারাবাহিকটির শীর্ষসঙ্গীত গেয়েছেন আরফীন রুমি ও খেয়া। আগামী ১৬ জুন থেকে এনটিভিতে এর প্রচার শুরু হবে। তার আগে ১৪ জুন ঢাকার একটি রেস্তোরাঁয় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময় ১৭১০, জুন ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।