ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গায়ক ইবরার টিপুর গানের অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ৬, ২০১১

সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে ইবরার টিপু নিজেকে দাঁড় করিয়েছেন একটা শক্ত অবস্থানে। গায়ক হিসেবেও সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন তিনি।

অগ্নিবীণা থেকে বেরিয়েছে ইবরার টিপুর একক অ্যালবাম ‘চাই তোমায়’।

ইবরার টিপু তার এই একক অ্যালবামটি মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ‘চাই তোমায়’ অ্যালবামের বিভিন্ন গান লিখেছেন মিথিলা ইবরার, শফিক তুহিন, জুলফিকার রাসেল, সোহরাব দোদুল, যাযাবর জয়, ইবরাহিম ফাতমী ও প্রীতম। এটি ইবরার টিপুর দ্বিতীয় একক অ্যালবাম।

অ্যালবামে ১১টি গান ছাড়াও বোনাস ট্র্যাক হিসেবে আছে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ উপলক্ষে ইবারার টিপু সুর-সংগীতে এবং ইবরার, মিলা, অর্ণব, কনা, বালাম, এলিটা, রিজভী ও সাব্বিরের গাওয়া ‘ও পৃথিবী’ গানটি।

বাংলাদেশ সময় ২১০৫, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।