ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বপ্নের কয়েক ঘন্টা : নাটকে বাস্তব আর পরাবাস্তবের দ্বন্দ্ব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১১

বাস্তব ও পরাবাস্তবের দ্বন্দ্ব নিয়ে নির্মিত নাটক নাটক ‘স্বপ্নের কয়েক ঘন্টা’। কাওনাইন সৌরভ এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ১০ জুন শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটে।

এতে অভিনয় করেছেন- রওনক হাসান, নোভা, আফরোজা বানু, কায়েস চৌধুরী, প্রতিক হাসান, শাহজাহান সৌরভ,  সৈকত প্রমুখ।

নাটকের কাহিনী ধারায় দেখা যাবে, ২৭/২৮বছর বয়সী তরুণ সমিক রাইন । ছোটবেলা থেকেই অর্ন্তমুখী। বাবা মায়ের বিচ্ছেদ হবার পর, সমিক বাবার কাছেই থাকে। মায়ের আবার বিয়ে হয়, বাবাও আবার বিয়ে করেন। দীর্ঘ ১৫বছর পর সমিক মা কে খুঁজে পায়। মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতেও যায়।   ক্লাশমেট রুনা মনেমনে ভালোবাসে সমিককে। সমিকের একটি অসুখ আছে যা প্রায়শই তাকে কাবু করে দিয়ে যায়-তা হলো মাইগ্রেন। যে দিন কপাল মন্দ থাকে সে দিন সন্ধ্যা থেকেই চিনচিন করতে থাকে মাথার ভিতর- রাত যত বাড়ে ব্যথা বাড়তে থাকে ক্রমশ। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।

সমিকের বাস্তব এবং পরাবাস্তর গুলোর মধ্য দিয়েই তার শৈশব, কৈশর, স্বপ্ন এবং স্মৃতির নানা কথা ও নানা ঘটনা আচঁড় কেটে যায়।

বাংলাদেশ সময় ২১৩০, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।