ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বডিগার্ড : সালমানের নতুন মিশন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ৯, ২০১১

বলিউডের চিরসবুজ নায়ক সালমান খানের ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ আর ‘রেডি’ পর পর তিনটি ছবিই কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। হ্যাট্রিক সাফল্যের পর এখন বলিউডের সর্বত্রই কেবল ‘সল্লু মিয়া’র বন্দনা।

সাফল্যের এই জোয়ারের মাঝেই আসছে সালমানের চতুর্থ ছবি ‘বডিগার্ড’। ত্রিভুজ প্রেমের এ ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন ক্যারিনা কাপুর ও ভারতীয়-ব্রিটিশ নায়িকা হাজেল কিচ।

‘বডিগার্ড’ ছবির গল্পে দেখা যাবে, ক্যারিনার সঙ্গে সালমান দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙ্গে ঘটনাচক্রে  হাজেল কিচকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে ক্যারিনার সঙ্গে সালমানের দূরত্ব তৈরি হয়। হাজেলের গর্ভে জন্ম নেয় সালমানের সন্তান। এরপর সালমান উপলব্ধি করেন তার সত্যিকার ভালোবাসা ছিল ক্যারিনা কাপুর। ছবিতে সালমান খানকে একজন শিখের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

অতুল অগ্নিহোত্রি প্রযোজিত ‘বডিগার্ড’ ছবিটি পরিচালনা করেছেন মালয়ম ফিল্মমেকার সিদ্দিক। হিমেশ রেশামিয়া রয়েছেন ছবিটির সঙ্গীত পরিচালনায়। আগামী ৩১ আগস্ট ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময় ১৮৪০, জুন ০৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।