ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মান-অভিমান ভুলে রনবীর-ক্যাটরিনা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ৯, ২০১১

বলিউডের তরুণ সুপারস্টার রনবীরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের অবনতি নিয়ে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকেই বলাবলি করেছেন, দুজনের সম্পর্ক এতোটাই খারাপ হয়েছে যে তারা একে-অন্যের সঙ্গে কাজ করতে এখন মোটেও আগ্রহী নন।

ক্যাটরিনা ও রনবীর এই গুঞ্জন সম্প্রতি মিথ্যা প্রমাণ করেছেন। এই জুটিকে আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে নামি পরিচালক অয়ন মুখার্জির নতুন ছবিতে।

রনবীর ও ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পুরনো ভালোবাসা বা মান-অভিমান ভুলে ক্যারিয়ারকেই তারা দুজন বেশি গুরুত্ব দিয়েছেন। নতুন এই ছবিটির গল্প দুজনই পছন্দ করেছেন এবং একসঙ্গে কাজ করার সম্মতি জানিয়েছেন।

পরিচালক অয়ন মুখার্জি এর আগে রনবীরকে নিয়ে ‘ওয়েক আপ সিড’ ছবিতে কাজ করেছেন। এবারও রনবীরকে নিয়েই তিনি নতুন ছবির পরিকল্পনা করেন। ছবির নায়িকা হিসেবে রনবীরের বিপরীতে পরিচালক প্রথমে দীপিকা পাডুকানের কথা ভাবেন। রনবীরের পরামর্শেই শেষ পর্যন্ত দীপিকার জায়গায় ক্যাটরিনাকে বেছে নেন তিনি। রনবীর তার সঙ্গে কাজ করতে আগ্রহী, এটা জানার পর ক্যাটরিনাও মজার গল্পের এই ছবিতে কাজ করতে সানন্দে রাজি হয়ে যান।

‘আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘রাজনীতি’-এর মতো ব্যবসা সফল ছবির পর রনবীর-ক্যাটরিনা জুটির এটি হবে তৃতীয় ছবি।

বাংলাদেশ সময় ১৮৪৫, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।