ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইটেম গান দিয়ে রাভিনার ফেরা

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ১২, ২০১১

এই তো বছর চারেক আগে রাভিনা টেন্ডন ছিলেন বলিউডের প্রথমসারির নায়িকা। কিন্তু ক্যারিয়ারের উদাসীন হওয়ায় দিনে দিনে তিনি পিছিয়ে পড়েন।

তবে এই তুখোর অভিনেত্রী আবারও ফিরে আসছেন পর্দা কাঁপাতে।

রাভিনা টেন্ডন অনেকদিন হলো রয়েছেন আলোচনার বাইরে। সুন্দরী এই অভিনেত্রীর অভিনয় স্বর্ণযুগের বিখ্যাত গান  ‘তু চিজ বারি হে মাস্ত মাস্ত’ ও ‘কিসি ডিসকো মে’ এখনো রয়ে গেছে মানুষের মুখে মুখে । বলিউডের একটি ছবিতে এরকমই এক ধুম-ধামাকা আইটেম গানে রাভিনাকে আবারও দেখা যাবে।

বলিউডে বলতে গেলে এখন চলছে আইটেম গানের যুগ। আগে আইটেম গান মানেই ছিল দ্বিতীয় অথবা তৃতীয় সারির অভিনেত্রীদের উপস্থিতি, কিন্তু বর্তমানে এই ধারনাটির পরিবর্তন হয়েছে। এখন বলিউডের সব টপ অভিনেত্রীরাও সমানে আইটেম গানে অংশ নিচ্ছেন। ঐশ্বরিয়া, কারিনা, ক্যাটরিনা, বিপাশা, মালাইকা, দীপিকা, প্রিয়াংকা এবং আরো অনেককেই আইটেম গানে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে একটি আইটেম গানই একটি ছবিকে এনে দিচ্ছে বানিজ্যিক সাফল্য।

৩৬ বছর বয়সী রাভিনা এরকমই একটি আইটেম গানে পারফর্ম করছেন “বুদ্ধা হোগা তেরা বাপ” ছবিতে। অনেকদিন পর ছবিতে কাজ করা প্রসঙ্গে রাভিনা টুইটারে লিখেছেন, ‘আমি অনেক উচ্ছসিত, আমার প্রিয় ভিশাল শেখ- এর ট্র্যাকে ও সুনিধির গাওয়া গানে কাজ করেছি’। তিনি মজা করে আরো লিখছেন, ‘আমি সুপার সুপার কুল কুল একাট গানে কাজ করতে যাচ্ছি’। এই গানটিতে তাকে দেখা যাবে বিগ বির সঙ্গে পারফর্ম করতে।

বাংলাদেশ সময় ২০১০, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।