ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ধারাবাহিক নাটক ‘অগ্নিরথ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ২১, ২০১১

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অগ্নিরথ’র ৬৫তম পর্ব। নাজনীন হাসান চুমকী ও রাজিবুল ইসলাম রাজিবের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

অভিনয়ে- মিলন, বাঁধন, ফজলুর রহমান বাবু, শাহেদ, মাজনুন মিজান, নাজনীন হাসান চুমকী, শামসুল আলম বকুল, চিত্রলেখা গুহ প্রমূখ।

মোজাফফর সদ্য লেখাপড়া শেষ করা যুবক। তার অতি বিনয়কে সবাই বোকামী মনেকরে। বাবা আলী হোসেন বিভিন্ন প্রকার দুই নম্বরি ব্যবসা করে প্রচুর টাকা মালিক। এটা মেনে নিতে পারেনা মোজাফফর। টিউশনি করে নিজের খরচ চালায় সে। বাবার প্রতি এটাই তার নীরব প্রতিবাদ। মোজাফফরের যমজ বোন রিনি স্বামীর অর্থ লিপ্সা আর দুর্ব্যবহারের কারণে এক সময় ফিরে আসে। ছোট বোন অনি ক্লাস, বন্ধু, আড্ডা নিয়ে ব্যাস্ত। ছোট ভাই সাগরের চরিত্র মোজাফফরের ঠিক বিপরীত। একদিন ঘটনাক্রমে মোজাফফরকে ধরে নিয়ে যায় পুলিশ। শুরু হয় নতুন গল্প।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।